ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে প্রধান কার্যালয়ের নির্বাহি ও শাখা প্রধানরা মতবিনিময় করেছেন।
Published : 10 Sep 2024, 06:33 PM
ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে প্রধান কার্যালয়ের নির্বাহি ও শাখা প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারে সোমবার এ সভা হয় বলে ব্যাংকটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদউল্লাহ আল মাসুদ, নির্বাহি কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম মাসুদ রহমান, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন সভায় কথা বলেন।
এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলাসহ জোন প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা সভায় অংশ নেন।