গত বৃহস্পতিবার নগদের মাধ্যমে ২ হাজার ৭০ কোটি টাকার বেশি লেনদেন হয়।
Published : 12 Jan 2025, 04:12 PM
একদিনে দুই হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলক পার করার তথ্য দিয়েছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি নগদ।
গত বৃহস্পতিবার নগদ প্রথমবারের মত একদিনে সর্বোচ্চ লেনদেনের এই মাইলফলক পেরিয়ে যায় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, সেদিন নগদের মাধ্যমে লেনদেন হয় ২ হাজার ৭০ কোটি টাকার বেশি; এরমধ্যে অধিকাংশ লেনদেন হয়েছে ক্যাশ-ইন, ক্যাশ-আউট, সেন্ড মানি, সরকারি ভাতা বিতরণ, মোবাইল রিচার্জ এবং পেমেন্ট খাতে।
নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, “আমরা বিশ্বাস করি, দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের কারণেই লেনদেনের এই মাইলফলক অর্জন করা সম্ভব হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন প্রতিষ্ঠান হিসেবে, বর্তমানে নগদ আরো উন্নত সেবার মাধ্যমে গ্রাহকের অর্থের অধিকতর নিশ্চয়তা দিয়ে এগিয়ে যাচ্ছে।
“প্রতিদিন গ্রাহকেরা নগদের মাধ্যমে তাদের সকল ধরনের লেনদেনের প্রয়োজন মেটাতে পারছেন নিশ্চিন্তে। যার ফলশ্রুতিতে, নতুন নতুন গ্রাহক নগদের সঙ্গে যুক্ত হচ্ছেন।”
উন্নত প্রযুক্তির মাধ্যমে সামনের দিনগুলোতে নগদ গ্রাহকদের জন্য আরো আধুনিক সেবা নিশ্চিত করবে বলেও আশা প্রকাশ করেন বদিউজ্জামান দিদার।
প্রায় ছয় বছর আগে যাত্রা শুরু করা নগদের এখন নিবন্ধিত গ্রাহকের সংখ্যা সাড়ে নয় কোটির বেশি। সারা দেশের বিভিন্ন প্রান্তে থাকা নগদের আড়াই লাখ উদ্যোক্তা পয়েন্ট প্রতিদিন কোটি গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে।