চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ওয়ালটন ফ্রিজ ও টেলিভিশন দেওয়া হয়।
Published : 28 Jul 2024, 09:17 PM
দেশের প্রতিটি জেলায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগের অংশ হিসেবে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়ার দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট।
হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে শনিবার এ প্রতিযোগিতার আয়োজন করে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান শাফিম ইলেকট্রনিক্স।
সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন বলেছে, দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকার চারটি দল এতে অংশ নেয়। এতে পুরস্কার হিসেবে বিজয়ী দল রানা একাডেমি ফুটবল একাদশকে একটি ওয়ালটন ফ্রিজ এবং রানারআপ দলকে একটি ওয়ালটন টেলিভিশন দেওয়া হয়।
অনুষ্ঠানে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সরদার আব্দুল খালেক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কারিগরি বিভাগের প্রশাসক মাহবুব আলম পলো, দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের রিজিওনাল সেল্স ম্যানেজার আবু সাঈদ, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক আমিনুল হক লালা, শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মনিরুল ইসলাম, হোসেনাবাদ শাফিম ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী শামিম হোসেন, ক্রীড়া সংগঠক মুন্নাফ মন্ডল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির নেতা মোতাসিম বিল্লাহ।
রেজাউল হক মাদককে না বলে যুবসমাজকে মাঠে খেলাধুলায় মনোনিবেশ করার আহবান জানান।