Published : 09 Jun 2024, 06:04 PM
এশিয়ার দ্রুতবর্ধনশীল সম্ভাবনাময় বাজারগুলোতে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ঢাকায় বসছে বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪।
আগামী ২৭ এবং ২৮ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুদিনের এই সম্মেলন হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর আয়োজক।
বিভিন্ন দেশের স্টার্টআপ, এন্টারপ্রাইজ, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, অ্যাঞ্জেল ইনভেস্টর, নিয়ন্ত্রক সংস্থা, থিংক ট্যাংক এবং শিল্প বিশেষজ্ঞরা দুদিনের এই আয়োজনে অংশ নেবে।
২০২৩ সালে প্রথমবারের মতো বাংলাদেশ স্টার্টআপ সামিট হয়।
বাংলাদেশের স্টার্টআপ চিত্র সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। গত দশকে ৯০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে, যার বেশিরভাগই এসেছে শেষ পাঁচ থেকে ছয় বছরের মধ্যে।
বর্তমানে দেশে শহর ও গ্রামীণ এলাকা জুড়ে ছড়িয়ে আছে ২,৫০০ সক্রিয় স্টার্টআপ।
এই উদ্ভাবনী উদ্যোগগুলো সরাসরি এবং পরোক্ষভাবে ১ দশমিক ৫ মিলিয়নের বেশি কর্মক্ষেত্র তৈরি করেছে।
এ বছরের সামিটে প্রধান খাতগুলোর সেশনে ফিনটেক, জলবায়ু, কৃষি ও খাদ্য নিরাপত্তা, লজিস্টিকস ও মোবিলিটি, ইমপ্যাক্ট এবং আরএমজি খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া এবারের সামিটে নেটওয়ার্কিংয়ের সুযোগ, স্টার্টআপ এবং ইকোসিস্টেম প্রদর্শনী, পিচিং ইভেন্ট, বিনিয়োগকারী ম্যাচমেকিং শেখার সুযোগ এবং নীতি আলোচনা থাকবে।