গত জুন থেকে প্রতি মাসের জন্য স্মার্ট সুদহার প্রকাশ করে আসছে বাংলাদেশ ব্যাংক।
Published : 30 Nov 2023, 09:41 PM
নীতিসুদ হার বাড়ানোর চার দিন পর নতুন ‘স্মার্ট’ সুদহার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক; এতে ঋণ দিতে ব্যাংকগুলো এখন সর্বোচ্চ ১১ দশমিক ৪৭ শতাংশ সুদ নিতে পারবে।
বৃহ্স্পতিবার কেন্দ্রীয় ব্যাংক ডিসেম্বরের জন্য স্মার্ট (সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল) সুদহার নির্ধারণ করেছে ৭ দশমিক ৭২ শতাংশ। নভেম্বরের জন্য যা ছিল ৭ দশমিক ৪৩ শতাংশ।
এক মাসের ব্যবধানে স্মার্ট সুদহার বাড়ল ২৯ বেসিস পয়েন্ট, গত ছয় মাসে প্রকাশিত সুদহারের মধ্যে এটি সর্বোচ্চ বৃদ্ধি।
গত জুন মাস থেকে প্রতি মাসের জন্য স্মার্ট সুদহার প্রকাশ করে আসছে বাংলাদেশ ব্যাংক। প্রথম মাসে তা ছিল ৭ দশমিক ১০ শতাংশ। এ হিসাবে ছয় মাসে স্মার্ট সুদহার বাড়লো ৬৩ বেসিস পয়েন্ট।
স্মার্ট সুদহারের সঙ্গে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ শতাংশ মার্জিন যোগ করে সুদের হার নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো।
নীতিমালা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে ঋণ সুদহার দাঁড়াবে সর্বোচ্চ ১১ দশমিক ৪৭ শতাংশ। প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ এবং কৃষি ও পল্লী ঋণে সুদহার হবে সর্বোচ্চ ১০ দশমিক ৪৭ শতাংশ (স্মার্ট সুদহারের সঙ্গে সর্বোচ্চ ২ দশমিক ৭৫ শতাংশ যোগ করে)।
এর সঙ্গে ১ শতাংশ হারে সার্ভিস চার্জ নিতে পারবে এসএমই ঋণের বিপরীতে।
মুদ্রানীতির আধুনিকায়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা চালু করতে আইএমএফ এর শর্ত বাস্তবায়নে গত জুলাই থেকে সুদহার করিডোর পদ্ধতি চালু করতে স্মার্ট চালু করে বাংলাদেশ ব্যাংক। প্রতি ছয় মাসের ট্রেজারি বিল ও বন্ডের গড় সুদহার বের করে হিসাব করা হয় ‘স্মার্ট’ রেট।
প্রতি মাসের শেষে বা প্রথম দিনে স্মার্ট সুদহার কতো হবে তা জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। নভেম্বরের স্মার্ট সুদহার প্রযোজ্য হবে ডিসেম্বর মাসে বিতরণ করা ঋণের উপর।