‘বাংলা কিউআর’ কোডের প্রচারে খরচ করা যাবে সিএসআর থেকে

২০২৭ সালের মধ্যে লেনদেনের ৭৫ শতাংশ ক্যাশলেস করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2023, 06:33 PM
Updated : 23 March 2023, 06:33 PM

কাগুজে নোটের পরিবর্তে ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা দেশে চালু হয়েছে, এর প্রচার ও লেনদেন সংক্রান্ত ব্যয় ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (সিএসআর) থেকে মেটানোর সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক।

বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি দিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, “আর্থিক খাতের আওতায় এনে ছোট-বড় সকল ব্যবসায়ীদের লেনদেন প্রযুক্তি নির্ভর করতে ২০২৭ সালের মধ্যে সকল লেনদেনের ৭৫ শতাংশ অনলাইন বা ক্যাশলেস করার উদ্যোগ নেয়া হয়েছে।’’

এর অংশ হিসেবে বাংলা কিউআর কোডের মাধ্যমে জনসাধারণকে বিনামূল্যে পরিশোধ সেবা প্রদান দিতে ব্যাংকের যে খরচ হবে তা সিএসআর খাতে দেখানো যাবে। তবে ব্যাংকের কর্মকর্তাদের যাতায়াত ভাতা, থাকা-খাওয়া, হোটেল বিল- এমন খরচ এ খাতের অন্তর্ভুক্ত হবে না বলে নির্দেশনায় বলা হয়েছে।

২০১৯ সালের ১১ মার্চ বাংলা কিউআর স্ট্যান্ডার্ড ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। ২০২১ সালের জানুয়ারি মাসে ‘বাংলা কিউআর কোড’ এর সেবা ফি ও ব্যবহারের নীতিমালা জারি করা হয়।

Also Read: ‘বাংলা কিউআর’ কোডে লেনদেন সীমা থাকল না

Also Read: ‘বাংলা কিউআর’ নীতিমালা জারি, দৈনিক লেনদেন ২০ হাজার টাকা