৩ ফেব্রুয়ারি চালু হওয়ায় এই ক্যাম্পেইন চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
Published : 08 Feb 2025, 04:58 PM
অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডায় সাতটি অর্ডার করলে একটি পাউ-পাউ প্লাশি জেতার সুযোগ থাকছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফুডপ্যান্ডা বলেছে, পাউ পাউ প্লাশি কোয়েস্ট নামে একটি ক্যাম্পেইন চালু করেছে তারা। এর আওতায় রেস্টুরেন্ট থেকে ৪৯৯ টাকার বেশি সাতটি অর্ডার করে নির্দিষ্ট সংখ্যক পাউ পাউ প্লাশি জিতে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা।
এ ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহককে ফুডপ্যান্ডা অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করে প্যান্ডা রিওয়ার্ডস বিভাগ থেকে ‘প্লাশি কোয়েস্ট’ ব্যাজ চালু করতে হবে। ক্যাম্পেইনটি শুধু রেস্টুরেন্টের ফুড ডেলিভারি ও পিক-আপ অর্ডারের জন্য প্রযোজ্য হবে।
৩ ফেব্রুয়ারি চালু হওয়ায় এই ক্যাম্পেইন চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।