শুল্কের কৌশলগত পরিকল্পনার নীতিবিষয়ক প্রকাশনা চলতি মাসের শেষ দিকে প্রকাশ করার আশা করছে এনবিআর।
Published : 11 Jul 2024, 08:18 PM
আন্তর্জাতিক বাণিজ্য সহজ ও আধুনিক করার লক্ষ্য নিয়ে আগামী চার বছরের জন্য শুল্কের কৌশলগত পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এটি বাস্তবায়ন করবে বলে বৃহস্পতিবার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকার একটি হোটেলে বুধবার শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হওয়া এডিবির পরামর্শকদের সঙ্গে কাস্টমস কর্মকর্তাদের দুই দিনের কর্মশালায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, শুল্কের কৌশলগত পরিকল্পনার নীতিবিষয়ক প্রকাশনা চলতি মাসের শেষ দিকে প্রকাশ করা হতে পারে।
‘কাস্টমস স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৪-২০২৮’ অর্থাৎ ‘শুল্কের কৌশলগত পরিকল্পনা ২০২৪-২৮’ প্রণয়ণের উদ্দেশ্য সম্পর্কে এনবিআর বলছে, এর লক্ষ্য শুল্ক প্রক্রিয়া আধুনিকীকরণ, আন্তঃসীমান্ত বাণিজ্য পদ্ধতিগুলো এবং শুল্ক রাজস্ব সংগ্রহ ব্যবস্থাকে উন্নত করা।
এ পরিকল্পনার যথাযথ বাস্তবায়নে বাণিজ্য ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে, রাজস্ব কর্মক্ষমতা ও প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন ঘটবে, গুরুত্বপূর্ণ আইনি সংস্কার হবে এবং শুল্ক কর্মকর্তাদের সক্ষমতা বাড়বে বলে আশা করছে এনবিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে এনবিআর কাস্টমস আধুনিকীকরণ কৌশলগত কর্মপরিকল্পনা ২০১৯-২০২০ এবং কৌশলগত পরিকল্পনা ২০১৪-২০১৭ প্রণয়ন করেছিল। তাতে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও আধুনিকীকরণ প্রক্রিয়া আরও উন্নত করার অবকাশ রয়েছে।
কৌশলগত পরিকল্পনা ২০২৪-২০২৮ চলমান সংস্কারের ওপর ভিত্তি করে বাস্তবায়িত হবে বলে জানাচ্ছে এনবিআর।
উন্নয়ন অংশীদার হিসেবে এনবিআরকে অনেক কাজে সহায়তা করেছে এডিবি। আরও একটি মাইলফলক হতে যাচ্ছে শুল্কের নতুন কৌশলগত পরিকল্পনা চূড়ান্ত করার ক্ষেত্রে তাদের সহায়তা।
বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা বৃদ্ধি এবং উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি জোরদার করার অংশ হিসেবে এই পরিকল্পনার সময়মত বাস্তবায়ন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে এনবিআর।
কর্মশালায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, এডিবির বাংলাদেশ প্রতিনিধি এডিমন গিনটিং, এনবিআরের সদস্য (কাস্টমস আধুনিকায়ন) ফারজানা আফরোজ, প্রকল্প প্রধান সোনোকো সুনায়ামা উপস্থিত ছিলেন।