এতে চলতি বছরের বিপণন কৌশল সম্পর্কে নানা আলোচনা হয়।
Published : 10 Feb 2025, 01:12 PM
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ঢাকার সাভারে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানিটির বছরের সবচেয়ে বড় এ আয়োজন রোববার অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্মেলনে চলতি বছরের বিপণন কৌশল সম্পর্কে নানা আলোচনা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপেক্স ফুটওয়্যারের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর, চিফ অপারেটিং অফিসার ফিরোজ মোহাম্মদ, ফিন্যান্স কন্ট্রোলার মাইন উদ্দিন, হেড অব ন্যাশনাল সেলস ফররুখ মবিন, হেড অব রিটেইল সেলস আরবাবুর রহমান, হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট সালমান এ খান, হেড অব মার্কেটিং রায়হান কবির।