“একটা ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাবো তা কল্পনাতেও আসেনি,” বলেন তিনি।
Published : 11 Mar 2024, 07:27 PM
ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০’ এ ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন সিলেটের বালাগঞ্জের গৃহিণী লাকি বেগম।
মাত্র ১০ হাজার টাকা জমা দিয়ে কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কিনে তিনি মিলিয়নিয়ার হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওয়ালটন জানিয়েছে, লাকি বেগমের স্বামী মুদি দোকানি। সেই দোকানে ব্যবহারের জন্য ২ মার্চ তাজপুর ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে ৩৫ হাজার ৬৬৬ টাকা মূল্যের একটি ফ্রিজ কেনেন তিনি। ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নম্বর এবং ফ্রিজের মডেল নম্বরের ডিজিটাল নিবন্ধন করা হয়। কিছুক্ষণের মধ্যেই তার মোবাইলে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ার বার্তা আসে।
রোববার সিলেটের তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে লাকির হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক আমিন খান।
টাকা পেয়ে লাকি বেগম বলেন, সাধ্যের মধ্যে দাম আর দীর্ঘস্থায়ী হওয়ায় ওয়ালটন ফ্রিজ কেনার সিদ্ধান্ত নেন তিনি।
“একটা ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাবো তা কল্পনাতেও আসেনি। এই টাকায় আমার ভাগ্যের চাকা ঘুরে যাবে। ওয়ালটন প্রমাণ করলো- তারা ক্রেতাদের যা বলে, তা তারা পুরোপুরি মেনে চলে।”
চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, “দেশের টাকা দেশে রাখতে হলে দেশে তৈরি পণ্য কেনার কোনো বিকল্প নেই। দেশে তৈরি পণ্য কিনলে দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার দিদারুল আলম খান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম, ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর, ওয়ালটন প্লাজা তাজপুর শাখার ব্যবস্থাপক নাজিম উদ্দিন, ওসমানী নগর উপজেলা চেয়ারম্যান শামীম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান চৌধুরী, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মামুনুর রশিদ খলকু, প্রধান শিক্ষক শিল্পি পাল এবং কদমতলা বণিক সমিতির সাধারণ সম্পাদক নোমান আহমদ জাহাঙ্গীর।
রোজার ঈদকে সামনে রেখে ১ মার্চ থেকে ‘সেরা পণ্যে সেরা অফার’ স্লোগানে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০’ শুরু করেছে ওয়ালটন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।
এর আগের ১৯ মৌসুমে ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে ৩০ জন ক্রেতা ‘মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ পেয়েছিলেন।
সিজন-২০ চলাকালীন দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই- প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন ও নির্দিষ্ট মডেলের ফ্যান কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। এছাড়াও থাকছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ।