‘ওয়ার্কার ফেয়ার’ নামের এ সুবিধা মিলবে ১০ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত, বলেন বিমানের এক কর্মকর্তা।
Published : 11 Feb 2025, 09:53 PM
যারা প্রথমবার সৌদি আরব ও মালয়েশিয়ায় কাজ করতে যাবেন তাদের জন্য বিশেষ ভাড়া সুবিধা নিয়ে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বাংলাদেশ থেকে নতুন কর্মীদের যাওয়ার ক্ষেত্রে একমুখী যাত্রার এ সুবিধা মিলছে ১০ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত।
রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও শফিকুর রহমান মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের বলেন, “অভিবাসন খরচ কমাতে সরকারের চেষ্টার অংশ হিসেবে বিমান এই উদ্যোগ নিয়েছে।”
সোমবার বিমান এই উদ্যোগের বিষয়টি ট্রাভেল এজেন্সিগুলোকে জানিয়ে দিয়েছে।
ট্রাভেল এজেন্টদের পাঠানো বিমানের ই-মেইলে বলা হয়েছে, ‘ওয়ার্কার ফেয়ার’ নামে বিমানের এই উদ্যোগের আওতায় ঢাকা থেকে সৌদি আরবের ভিত্তি ভাড়া (ট্যাক্স বাদে) হবে ৩৬০ মার্কিন ডলার। ঢাকা থেকে কুয়ালালামপুরের ভিত্তি ভাড়া হবে ১৫০ ডলার।
ঢাকা ছাড়া অন্য কোনো জায়গা থেকে এই উদ্যোগের আওতায় কুয়ালালামপুরের ভিত্তি ভাড়া হবে ১৭৫ ডলার।
ট্রাভেল এজেন্টদের কাছে এখন ঢাকা থেকে সৌদি আরবের টিকেট কিনতে গেলে ৪০০ থেকে ৪৮০ ডলার ভিত্তি ভাড়া গুণতে হবে। আর মালয়েশিয়ার জন্য এই ভাড়া হবে ৩০০ থেকে ৩৫০ ডলার।
প্রায় চার মাস পর্যন্ত নতুন কর্মীদের এ দুটি দেশের যাওয়ার ক্ষেত্রে এই সুবিধা মিলবে বলেছেন বিমানের বিক্রয় ও বিপণন পরিদপ্তরের পরিচালক আশরাফুল আলম।
বিমান কর্তৃপক্ষ বলেছে, যাত্রীকে এই সুবিধা পেতে হলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি কার্ড বা বিএমইটি এর সত্যায়ন প্রয়োজন হবে।
ওমরাহ ভিসা, ফ্যামিলি ভিজিট বা রেসিডেন্স ভিসাধারী যাত্রীরা এই ভাড়া সুবিধা পাবেন না।
প্যাসেঞ্জার সার্ভিস সলিউশন-পিএসএস, গ্লোবাল সার্ভিস সিস্টেম-জিডিএস এ এই ‘ওয়ার্কার ফেয়ার’ সুবিধার টিকেট বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে।