“এ স্বীকৃতি আমাদেরকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে,” বলেন আহসান খান চৌধুরী।
Published : 14 Dec 2024, 06:30 PM
করপোরেট সেক্টরে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড’ পেয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী।
শনিবার প্রাণ-আরএফএলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বর্ষসেরা প্রধান নির্বাহী’ ক্যাটাগরিতে (এফএমসিজি) তিনি এ পুরস্কার পেয়েছেন।
বৃহস্পতিবার হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৪’ প্রদান করে। সেখানে প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বর্ষসেরা ব্যবস্থাপনা পরিচালক ক্যাটাগরিতে পুরস্কার পান।
আহসান খান চৌধুরী বলেন, “এ স্বীকৃতি আমাদেরকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। আগামীতে প্রাণ-আরএফএল গ্রুপকে এগিয়ে নিতে আমাদের এক লাখ ৪৫ হাজারের পরিবার একসঙ্গে কাজ করব।”
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এবারের আয়োজনে ২৪ ক্যাটাগরিতে দেশের ২২ শীর্ষ করপোরেট ব্যক্তিত্বকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রায় ৩৫০ জন ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও পেশাদার ব্যক্তিত্বরা অংশ নেন।