এতে তিনগুণ বেনিফিট ইন্স্যুরেন্স কাভারেজ এবং প্রথম বছরে ৫০ শতাংশ বার্ষিক ফি মওকুফের সুবিধা রয়েছে।
Published : 19 Sep 2024, 09:32 PM
লংকাবাংলা ফাইন্যান্স, মাস্টারকার্ড ও প্রিয়শপ এর সঙ্গে যৌথ উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য একটি ‘কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড’ চালু করেছে।
বুধবার লংকাবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই নতুন কার্ড প্রিয়শপ এর ক্ষুদ্র উদ্যোক্তাদের নগদ অর্থের ওপর নির্ভরশীলতা কমিয়ে বাড়তি সুবিধা দেবে এবং সহজেই আর্থিক সুবিধা পেতে ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি করতে সহায়তা করবে।”
প্রিয়শপ প্ল্যাটফর্মের ৫ হাজারেরও বেশি উদ্যোক্তা ‘লংকাবাংলা প্রিয়শপ কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড’ ব্যবহার করে অনলাইন পোর্টাল এবং পিওএস টার্মিনালের মাধ্যমে সহজে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এছাড়া এতে তিনগুণ বেনিফিট ইন্স্যুরেন্স কাভারেজ এবং প্রথম বছরে ৫০ শতাংশ বার্ষিক ফি মওকুফের সুবিধা রয়েছে।
লংকাবাংলা ফাইন্যান্স এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম বলেন, “ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রবৃদ্ধি ও সফলতার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের ক্ষেত্রে মাস্টারকার্ড ও প্রিয়শপের সঙ্গে আমাদের কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালুর এই উদ্যোগটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
প্রিয়শপ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার আশিকুল আলম খান বলেন, “প্রিয়শপের আগামীতে ১০ লক্ষ সিএমএসএমই উদ্যোক্তার সাপ্লাই চেইনকে স্ট্রিমলাইন করার মাধ্যমে এবং তাদের আর্থিক সক্ষমতা বাড়ানোর জন্য আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে।”
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “এই সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে সিএমএসএমই উদ্যোক্তাদের একটি ইতিবাচক ক্রেডিট ইতিহাস বা আর্থিক রেকর্ড তৈরি হবে এবং ভবিষ্যতে অন্যান্য আর্থিক সেবা প্রাপ্তি সহজ করবে।”
অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের হেড অফ রিটেইল বিজনেস খোরশেদ আলম, প্রিয়শপ এর কো-ফাউন্ডার এবং সিএমও দীপ্তি মণ্ডল, মাস্টারকার্ড এর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর সোহেল আলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।