বৃহস্পতিবার থেকে এ সেবা চালু হয়েছে।
Published : 20 Sep 2024, 01:03 PM
আকাশপথে কার্গো পণ্য আমদানি-রপ্তানির সংক্রান্ত তথ্য সেবার জন্য কল সেন্টার চালু করেছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা-বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার থেকে এ সেবা চালু হয়েছে বলে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কল সেন্টারের ১৩৬৩৬-এ ফোন করে এক্সটেনশন নম্বর ৬ চেপে রপ্তানিকারকরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক পরিবাহিত কার্গো সংক্রান্ত সব তথ্য জানতে পারবেন।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই সেবা মিলবে।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের বর্তমান ধারণক্ষমতা ২৫ লাখ ৮০ হাজার টন। থার্ড টার্মিনাল নির্মাণ সম্পন্ন হলে এই ধারণক্ষমতা হবে ৮০ লাখ টন।