জনতা ও অগ্রণী নিয়ে কাজ করবে পরিদর্শন বিভাগ-৯। পরিদর্শন বিভাগ-১ কাজ করবে সোনালী ও রূপালী ব্যাংক নিয়ে।
Published : 14 Mar 2025, 12:01 AM
অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে নতুন বিভাগ খুলেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে, যেখানে তদারকি শক্তিশালী করতে আরও তিনটি নতুন বিভাগ চালুর তথ্যও দেওয়া হয়েছে।
নতুন খোলা অন্য বিভাগগুলো হলো ব্যাংক পরিদর্শন বিভাগ-৯, পরিদর্শন পরিপালন বিভাগ ও ইসলামী ব্যাংকিং রেগুলেশন্স অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট।
মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যকলাপে অর্থায়ন প্রতিরোধের বিষয়গুলো আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেখত। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই ইউনিটের কাজ বেড়ে যাওয়ায় নতুন বিভাগ খোলা হয়।
আগে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক দেখভাল করত ব্যাংক পরিদর্শন বিভাগ-১। এখন থেকে রাষ্ট্রায়ত্ত জনতা ও অগ্রণী ব্যাংক নিয়ে কাজ করবে ব্যাংক পরিদর্শন বিভাগ-৯।
ব্যাংক পরিদর্শন বিভাগ-১ কাজ করবে সোনালী ও রূপালী ব্যাংক নিয়ে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন বিভাগগুলোর প্রতিবেদন পরিপালন দেখভাল করতে আলাদা এই পরিদর্শন পরিপালন বিভাগ খোলা হয়েছে।
নতুন বিভাগগুলোর উদ্দেশ্য সম্পর্কে সার্কুলারে বলা হয়, ব্যাংক পরিদর্শন কার্যক্রমের গতি বাড়ানো; পরিদর্শনের পরের কার্যক্রম সম্পাদন; অর্থপাচার রোধের দায়িত্ব পালন এবং ইসলামী ব্যাংকিংয়ের আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়ন করা।