একজন কার্ডধারী ৩০ টাকা কেজি দরে ৫ কেজি, প্রতিলিটার ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন অথবা রাইস ব্রান তেল, ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।
Published : 17 Jan 2024, 08:23 PM
নিত্যপণ্য, বিশেষ করে চালের বাজারে অস্থিরতার মধ্যে সুলভ মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করতে যাচ্ছে টিসিবি।
নতুন বছরে নতুন করে নির্ধারিত কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রির এই কার্যক্রম বৃহস্পতিবার রাজধানীর তাজমহল রোডে উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বরাবরের মতোই একজন কার্ডধারী ৩০ টাকা কেজি দরে টিসিবির ৫ কেজি চাল কিনতে পারবেন।
এছাড়া থাকবে প্রতিলিটার ১০০ টাকা দরে মোট ২ লিটার সয়াবিন তেল অথবা রাইস ব্রান তেল, ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল।
ঢাকার পাশাপাশি অন্যান্য বিভাগীয় ও জেলা-উপজেলা শহরেও চলবে এই বিপণন।