সেখানে ২৪ অক্টোবর পর্যন্ত কিছু নির্দিষ্ট পণ্যে ১০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় মিলবে।
Published : 20 Oct 2022, 10:45 PM
রাজধানীর মোহাম্মদপুরে বেঙ্গল গ্রুপের বিপণন কেন্দ্র হ্যাপি মার্টের নতুন আউটলেট চালু হয়েছে।
বৃহস্পতিবার উদ্বোধন হওয়া এ আউটলেটে প্লাস্টিক ফার্নিচার, হাউজওয়্যার, মেলামাইন, কিচেন অ্যাপ্লায়েন্সেস, ইলেকট্রনিক্স পণ্য দ্রুত ও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, উদ্বোধন উপলক্ষে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত নতুন আউটলেটে কিছু নির্দিষ্ট পণ্যে ১০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় থাকবে।
আউটলেটটি উদ্বোধন করেন বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আমির দাউদ, গ্রুপ হেড অব এইচআর হাসান তৈয়ব ইমাম, ডেপুটি জেনারেল ম্যানেজার অব মার্কেটিং জোহেব আহমেদ, বেঙ্গল রিটেইলসের সহকারী মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমান।