ডিজিটাল সিকিউরিটি সেল তিন বছরে গুজব ও অপতথ্য সংক্রান্ত প্রায় ৩৫ হাজার কনটেন্ট অপসারণ করেছে।
Published : 19 Oct 2023, 09:44 PM
সোশাল মিডিয়ায় গুজব ঠেকানো ও অনলাইনে ক্ষতিকর কনটেন্ট অপসারণে অবদান রাখায় ‘বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড’ পেয়েছে বিটিআরসির ডিজিটাল সিকিউরিটি সেল।
বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে পুরস্কার গ্রহণ করেন সংস্থার চেয়ারম্যান (সিনিয়র সচিব) শ্যাম সুন্দর সিকদার, বিটিআরসি’র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল নাসিম পারভেজ ও ডিজিটাল নিরাপত্তা সেলের কর্মকর্তারা।
ইউএনডিপি’র সহযোগিতায় এবারই প্রথম এ পুরস্কার চালু করেছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও ডিজিটাল সিকিউরিটি এজেন্সি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, তাদের পুরস্কার পাওয়ার পেছনে আর যেসব বিষয় বিশেষ ভূমিকা রেখেছে, সেসবের মধ্যে আছে-অপরাধী শনাক্তে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে সহযোগিতা, অনলাইন জুয়া ও পর্নসাইট বন্ধ এবং সাইবার সুরক্ষায় ‘অনবদ্য’ ভূমিকা রাখা।
২০২১ সালে বিটিআরসির ডিজিটাল সিকিউরিটি সেল গঠন করার পর গত তিন বছরে গুজব ও অপতথ্য সংক্রান্ত প্রায় ৩৫ হাজার কনটেন্ট অপসারণ করা হয়। এছাড়া গত ১ বছরে ১৬০০ অনলাইন জুয়ার সাইট এবং ৫৮টি মোবাইল অ্যাপ বন্ধ করা হয়।