এতদিন সুপারশপে কেনাকাটায় বাড়তি সাড়ে ৭ শতাংশ ভ্যাট নেওয়া হত।
Published : 20 Feb 2025, 07:11 PM
সুপারশপে কেনাকাটায় এখন থেকে ক্রেতাদের বাড়তি মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হবে না।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ সংক্রান্ত নতুন আদেশের ফলে পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য হিসেবে যা লেখা থাকবে তা পরিশোধ করলেই হবে।
এতদিন সুপারশপে কেনাকাটায় বাড়তি সাড়ে ৭ শতাংশ ভ্যাট নেওয়া হত।
সম্প্রতি সুপারশপের মালিকদের মধ্যে আলোচনার পর ভ্যাট তুলে নেওয়ার নির্দেশনা জারি করেছে এনবিআরের মূসক আইন ও বিধি শাখা।
এতে বলা হয়েছে, “সুপারশপ প্রতিষ্ঠানগুলো যেহেতু, বিভিন্ন ধরনের পণ্য আমদানি বা স্থানীয়ভাবে ক্রয়পূর্বক (উৎপাদন ব্যতীত) সরবরাহ করে থাকে, সেহেতু, সুপারশপ কর্তৃক সরবরাহের ক্ষেত্রে ১৫ শতাংশ হারে ভ্যাট পরিশোধ করা হলে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর অন্যান্য বিধানাবলি পরিপালন সাপেক্ষে উপকরণ কর রেয়াত গ্রহণের ক্ষেত্রে উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা দাখিল করতে হবে না।”
উপকরণ-উৎপাদ সহগ হচ্ছে কোনো পণ্য বা সেবায় নতুন কী উপকরণ যোগ হয়ে কতটুকু মূল্য সংযোজন হল সেটি। এর ফলে নতুন এই মূল্য সংযোজনের জন্য ভ্যাট দিতে হয়।
সুপারশপে যেহেতু অনেক পণ্যেই নতুন করে কোনো ধরনের মূল্য সংযোজন করা হয় না, সে কারণে রেয়াত পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছিল। পরে দুই পক্ষের আলোচনার মধ্য দিয়ে এ পর্যায়ের ভ্যাট থেকে সরে এল এনবিআর।
সবশেষ বাজেটের মাধ্যমে সুপারশপে কেনাকাটায় ভ্যাট সাড়ে ৭ শতাংশ আরোপ করা হয়। এর আগে কখনো দেড় শতাংশ, কখনো ২ শতাংশ, কখনো ৪ বা ৫ শতাংশ ভ্যাট ছিল।
কোনো ধরনের ভ্যালু এডিশন না হলেও বিভিন্ন পণ্যে এ ভ্যাট থাকায় এ নিয়ে বেশ কিছুদিন ধরে চেইন সুপারশপের মালিকেরা আপত্তি জানিয়ে আসছিলেন। এ নিয়ে এনবিআরের ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিক আলোচনাও হয় তাদের।
নতুন এ নিয়মের ফলে সুপারশপে পণ্য বিক্রির আগেই ভ্যাটসহ পণ্যের খুচরা মূল্য নির্ধারণ করতে হবে। আর সুপারশপগুলো নিজেদের মূল্য সংযোজনের অংশের ভ্যাট দিয়ে আগের পর্যায় থেকে ভ্যাট রেয়াত পাবেন।