এ অফার চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত, জানিয়েছে বিকাশ।
Published : 25 Sep 2024, 10:39 PM
ভিসা, মাস্টারকার্ড বা অ্যামেক্স থেকে প্রথমবারের মত ২ হাজার ৪০০ টাকা বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করলেই পাওয়া যাচ্ছে ৫০ টাকা তাৎক্ষণিক ক্যাশব্যাক।
বুধবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ইস্যুকৃত এসব কার্ড থেকে মুহূর্তেই বিকাশে টাকা এনে গ্রাহককে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ডিজিটাল লেনদেনে উদ্বুদ্ধ করতে এ অফার চালু করা হয়েছে, যা চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত।
“বিকাশ অ্যাকাউন্টে কার্ড থেকে অ্যাড মানি করার সঙ্গে সঙ্গেই ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। যারা আগে কখনও ভিসা, মাস্টারকার্ড বা অ্যামেক্স থেকে অ্যাড মানি করেননি, শুধু তারাই এ অফার পাবেন। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই অফার পাবেন। কার্ড থেকে বিকাশে অ্যাড মানি সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/products-services/add-money লিংকে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “এখন জরুরি কিংবা দৈনন্দিন লেনদেনে ঘরে বসেই ভিসা, মাস্টারকার্ড বা অ্যামেক্স থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা এনে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন-অনলাইন কেনাকাটার পেমেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ও ফি পরিশোধ, ই-টিকেটিং, সরকারি ফি পরিশোধ, সেভিংস, ইনস্যুরেন্স সেবা নিতে পারছেন বিকাশের গ্রাহকরা।
“এমনকি এখন কেনাকাটা শেষে ভিসা কার্ড দিয়ে বিকাশ অ্যাপ থেকেই সরাসরি পণ্য ও সেবার পেমেন্ট করা যাচ্ছে। ফলে বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ পেমেন্টের মাধ্যমে কেনাকাটার সুযোগ তৈরি হয়েছে।”
বিকাশ বলছে, অ্যাকাউন্টে কার্ড সেভ করার পদ্ধতিও এখন সহজ হয়েছে। বিকাশ অ্যাপে এখন কার্ডের বিস্তারিত টাইপ না করে ফোনের ক্যামেরা অন করে স্ক্যান করার মাধ্যমে কার্ড সেভ করা যাচ্ছে। এটি করতে বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’ আইকনে প্রবেশ করে কার্ড নির্বাচন করে টাকার পরিমাণ দিয়ে পরের ধাপে গেলেই পাওয়া যাবে সরাসরি স্ক্যান করার অপশন।