মেসির জন্য ভালোবাসার বহিঃপ্রকাশে ডিটোসের কর্মসূচি

বিভিন্ন বয়স, শ্রেণী ও পেশার মানুষের শুভেচ্ছাবার্তা এবং ভালোবাসায় আঁকা হয়েছে মেসির প্রতিকৃতি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2022, 12:59 PM
Updated : 19 Dec 2022, 12:59 PM

ফিফা ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশ ও শুভকামনা জানাতে ‘লাভ ফর মেসি’ নামে একটি প্রচার কর্মসূচির আয়োজন করেছে ডিটোস। 

সোমবার ডিটোসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেসির একটি বিমূর্ত ছবি পিকআপ ট্রাকের মাধ্যমে নিয়ে যাওয়া হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

বিভিন্ন বয়স, শ্রেণি ও পেশার মানুষের শুভেচ্ছাবার্তা এবং ভালোবাসায় তা পরিণত হয় মেসির একটি পূর্ণাঙ্গ অবয়বে। 

প্রায় ৫ হাজার মানুষের অংশগ্রহণে তৈরি এই ছবির ভিডিওচিত্র পাওয়া যাবে ডিটোসের ফেসবুক পেইজে (https://www.facebook.com/DetosMania/videos/543176161009120)।

রোববার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে পরাস্ত করে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় মেসির আর্জেন্টিনা। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয় উদযাপন ও লিওনেল মেসির প্রতি ভালোবাসা জানাতেই ডিটোসের এই কর্মসূচি।