রংপুরের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গৃহস্থালি সামগ্রীর বিক্রয় কেন্দ্র ‘আরএফএল বেস্ট বাই’।
সম্প্রতি সেখানে ২০০ শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
‘আরএফএল বেস্ট বাই’র হেড অব মার্কেটিং দেওয়ান মো. মেহেদী হাসান বলেন, “শীতবস্ত্র না থাকায় দরিদ্র মানুষেরা শীতের সময় অনেক কষ্ট পায়। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা রংপুরের দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।“
শীতবস্ত্র বিতরণের সময় অন্যান্যদের মধ্যে কোম্পানির ইনচার্জ মো. জুলফিকার আলী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (প্রশাসন) শরিফ উদ্দিন আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মাহাবুর আলম, এরিয়া ম্যানেজার ফয়সাল আহমেদসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।