এর আগে কোম্পানিটি খাবার ও পানীয় সরবরাহ করেছিল।
Published : 15 Aug 2024, 08:07 PM
সরকার পতনের পর সৃষ্ট নৈরাজ্যকর পরিস্থিতিতে ট্রাফিক পুলিশের দায়িত্ব সামলানো শিক্ষার্থীদের ছাতা দিল অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, সম্প্রতি ঢাকার উত্তরা, বসুন্ধরা, রামপুরা, গুলশান, কাকলী ও বিজয় সরণি এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনার কাজে অংশ নেওয়া শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের মাঝে ছাতা বিতরণ করেছেন ফুডপ্যান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আম্বারীন রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় শহরের ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল এবং যান চলাচল সহজ করায় শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আম্বারীন রেজা।
এর আগে তাদের মাঝে খাবার ও পানীয় সরবরাহ করেছিল ফুডপ্যান্ডা।
গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানা, আওয়ামী লীগ অফিস, স্থাপনা ও ভাস্কর্য ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর আসে। পুলিশশূন্য হয়ে পড়ে থানা ও ঢাকার সড়ক। এমন পরিস্থিতিতে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে কাজ করে আসছে শিক্ষার্থীরা।