প্রদর্শনী কেন্দ্রটিতে নানা ডিজাইনের উচ্চমানের টাইলসের সংগ্রহ রয়েছে, বলছে ফ্রেশ সিরামিকস।
Published : 28 Nov 2024, 07:10 PM
মেঘনা গ্রুপের মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড ফ্রেশ সিরামিকস তাদের প্রথম ‘এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার’ উদ্বোধন করেছে।
ঢাকার হাতিরপুলে সম্প্রতি ২ হাজার বর্গফুটের ওই প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করা হয়েছে বলে ফ্রেশ সিরামিকস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “নান্দনিক জীবনযাপনের নতুন মাত্রা যোগ করতে এই অত্যাধুনিক প্রদর্শনী কেন্দ্রে গ্রাহকদের নানা ডিজাইনের অভিজ্ঞতা দিতে উচ্চমানের টাইলস সংগ্রহ রয়েছে। সারা দেশে ৪০টি ডিলার শোরুমের মাধ্যমে সেবা দেওয়া ফ্রেশ সিরামিকস প্রথম স্বনির্ভর প্রদর্শনী কেন্দ্রের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগের পথ খুলেছে।”
উদ্বোধন অনুষ্ঠানে এমজিআইয়ের গ্রুপ ডিরেক্টর তানজিমা মোস্তফা, তানভীর মোস্তফা, তাসনিম মোস্তফা, এক্সিকিউটিভ ডিরেক্টর ও এক্সপোর্ট প্রধান সামিরা রহমান, মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিইও এ কে এম জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন।