ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনে ফ্রিজটি কিনে এ উপহার পেয়েছেন তিনি।
ঈদে ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কিনে ২০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ ছিল।
মঙ্গলবার বিকালে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে চা বিক্রেতা সবুজ মিয়ার হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান।
এমদাদুল হক সরকার অনুষ্ঠানে বলেন, “ডিজিটাল বাংলাদেশ ধারণাকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এ কার্যক্রমের আওতায় ক্রেতাদের নানান সুবিধা দেয়া হচ্ছে। কোটি কোটি ক্রেতার আস্থা ও ভালোবাসায় ওয়ালটন আজ বাংলাদেশকে বিশ্বদরবারে প্রতিনিধিত্ব করছে।”
ওয়ালটন জানিয়েছে, ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য তাদের সার্ভারে সংরক্ষণ করছে ওয়ালটন। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যে কোন ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাবেন গ্রাহকরা।