১৬ হাজার টাকায় ব্যাংকক নিয়ে যাবে থাই লায়ন এয়ার

ঢাকা থেকে মাত্র ১৬ হাজার টাকায় ব্যাংকক নিয়ে যাবে থাই লায়ন এয়ার। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2018, 04:21 PM
Updated : 22 Sept 2018, 04:21 PM

শনিবার রাজধানীর লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

আগামী ২ অক্টোবর প্রতিষ্ঠানটি ঢাকা-ব্যাংকক-ঢাকা ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম শুরু করবে বলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

থাই লায়ন এয়ারে মাত্র ১৬ হাজার ৮৩ টাকায় ঢাকা থেকে ব্যাংকক রিটার্নের টিকেট কেনা যাবে, যা এই রুটে সর্বনিম্ন ভাড়া।

সপ্তাহে ৭ দিন ঢাকা থেকে ব্যাংককের ডন মিয়াং বিমানবন্দরের উদ্দেশে উড়বে থাই লায়ন। একই ভাড়ায় যাত্রীরা ২০ কেজি ব্যাগেজ ও ১৫ কেজি স্পোর্টস ব্যাগেজ সাথে নেওয়ার সুবিধা পাবেন। অভ্যন্তরীণ রুটে নেওয়া যাবে ১০ কেজি।

শুধু ব্যাংকক নয় ঢাকা থেকে ১৯ হাজার ৩৬৫ টাকায় ফুকেট, ১৯ হাজার ২৮২ টাকায় ক্রাবি, ২৬ হাজার ৬৪৯ টাকায় চীনের গুয়াংজু, ২৪ হাজার ০২৮ টাকায় জাকার্তা, ২৯ হাজার ৪৩২ টাকায় তাইপে এবং ২২ হাজার ২২৫ টাকায় সিংগাপুরের রিটার্ন টিকেট দিচ্ছে থাই লায়ন এয়ার।

উদ্বোধনী অনুষ্ঠানে থাই লায়ন এয়ারের ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ ফ্যাং, হেড অব কমার্শিয়াল সুরাভানান রামস্বামী, সেল ম্যানেজার পিনরুজা ইয়াসিনতর্ন, বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত প্যানপিনন সুয়ান্নাপংসি উপস্থিত ছিলেন।

২০১৩ সালের ডিসেম্বরে থাইল্যান্ডে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে লায়ন এয়ার। বর্তমানে বোয়িং ৭৩৭-৯০০,৭৩৭-৮০০, এয়ারবাস এ৩৩০-৩০০ সহ মোট ৩২টি উড়োজাহাজ রয়েছে তাদের।