বর্তমানে করদাতার সংখ্যা ৩৫ লাখের মতো। আগামী এক বছরের মধ্যে তা এক কোটিতে উন্নীত করার লক্ষ্যের কথা জানান এনবিআর চেয়ারম্যান।
বিডি ট্যাক্সে আয়কর সেবার ফি দেওয়া যাবে বিকাশ অ্যাপের মাধ্যমে।
কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ সেবা পেতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে ‘অন্যান্য সেবাসমূহ’ থেকে বিডি ট্যাক্স আইকনটি বাছাই করতে হবে। শর্তগুলো মেনে সম্মতি দিলে গ্রাহক বিডি ট্যাক্সের পোর্টালে যেতে পারবেন।
সেখানে ‘স্টার্ট মাই ট্যাক্স রিটার্ন’ অপশন সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করে নিতে হবে। এরপর সেবার প্যাকেজগুলোর মধ্যে থেকে পছন্দেরটি সিলেক্ট করে সার্ভিস চার্জ পেমেন্ট করলেই গ্রাহকরা বিডি ট্যাক্সের সেবা গ্রহণ করতে পারবেন।