ইসলামী ব্যাংকের শাখায় যেসব সেবা মেলে তার সবই পাওয়া যায় উপশাখাতেও।
Published : 20 Dec 2024, 11:52 AM
ঢাকার মৌচাক শাখার অধীনে মধুবাগ উপশাখা চালু করল ইসলামী ব্যাংক বাংলাদেশ।
বৃহস্পতিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা উপশাখাটি উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে মুনিরুল মওলা বলেন, ৪২ বছরের পথচলায় ইসলামী ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে শরী’আহ ভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। বর্তমানে ২ কোটি ৪৫ লাখ গ্রাহক সরাসরি ইসলামী ব্যাংকে হিসাব পরিচালনা করছে।
“আর্থিক পরিষেবা প্রদানের পাশাপাশি মানবকল্যাণ ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার মাধ্যমে ইসলামী ব্যাংক গণমানুষের কাছে ইতিবাচক পরিচিতি লাভ করেছে।”
তিনি জানান, ইসলামী ব্যাংকের শাখায় যেসব সেবা মেলে তার সবই পাওয়া যায় উপশাখাতেও।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমান এসময় উপস্থিত ছিলেন।