Published : 26 May 2024, 08:01 PM
নারায়ণগঞ্জে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে বাংলাদেশ সান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নতুন কারখানা চালু করা হয়েছে।
রোববার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কারখানাটি উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সান ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, নতুন কারখানাটির মাধ্যমে বছরে ১০০ কোটি ট্যাবলেট ও ক্যাপসুল উৎপাদন করতে পারবে তারা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন ও বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।
বিশেষ অতিথি ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুক্তাদির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি জেনারেল এস এম শফিউজ্জামান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ফিরোজ আহমেদ।