Published : 19 Feb 2025, 08:32 PM
ঢাকার কয়েকটি রেস্তোরাঁ থেকে খাবার অর্ডারে ক্রেতাদের জন্য ১২৫ টাকা ছাড় দিচ্ছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ড।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে ফুডপ্যান্ডা বলেছে, ‘ডিলানাও’ নামে এই ক্যাম্পেইনের আওতায় পুরো মার্চ মাস জুড়ে ছাড় পাবেন গ্রাহকরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইনে ফুডপ্যান্ডা হারফি, ম্যাডশেফ, সিরাজ চুই গোস্ত, সুলতান’স ডাইন, টেকআউট, চিলক্স, কাচ্চি ভাইসহ বিভিন্ন রেস্তোরাঁয় এ ছাড়া পাবেন গ্রাহকরা।
ছাড় পেতে গ্রাহককে ফুডপ্যান্ডা অ্যাপে প্রবেশ করে ‘ডিলনাও’ সেকশনে যেতে হবে। সেখান থেকে রেস্তোরাঁ নির্বাচন করে পছন্দের খাবার কার্টে যোগ করার পর ‘ডিলনাও’ নামে ভাউচার ব্যবহার করতে হবে বলেও তুলে ধরা বিজ্ঞপ্তিতে।
ফুডপ্যান্ডার গ্রোথ অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর প্রাসুন জাদন বলেন, “গ্রাহকদের স্বাচ্ছন্দ্য দেওয়ার পাশাপাশি সাশ্রয়ের জন্য আমরা ‘ডিলনাও’ ক্যাম্পেইন চালু করেছি, এতে তারা নির্দিষ্ট রেস্তোরাঁ থেকে নির্দিষ্ট দামের খাবার অর্ডারে ছাড় পাবেন।”