চাকরি মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী অনেকেই চাকরি পেয়েছেন বলেও জানিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।
Published : 27 Jan 2025, 05:20 PM
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী সেন্টমার্টিনের একটি রিসোর্টে রোববার এ মেলা অনুষ্ঠিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাল-আরএফএল।
এতে বলা হয়েছে, ‘সেন্টমার্টিন: পরিবেশ সংরক্ষণ ও টেকসই অর্থনীতি’ শীর্ষক উদ্যেগের অংশ হিসেবে দ্বীপের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে এ চাকরি মেলার আয়োজন করেছে
দ্বীপটির শতাধিক চাকরি প্রত্যাশী চাকরি মেলায় অংশগ্রহণ করেন; এবং তাদের মধ্য থেকে যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী অনেকেই চাকরি পেয়েছেন বলেও জানিয়েছে কোম্পানিটি।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং ‘মাই সেন্টমার্টিনের’ সহযোগিতায় এবারের মেলায় ট্রেইনি এক্সিকিউটিভ স্টোর/ ডিস্ট্রিবিউশন, অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (পুরুষ), শোরুম সেলস এক্সিকিউটিভ, সেলস রিপ্রেজেন্টেটিভ, ইলেকট্রিশিয়ান (মেকানিক,ওয়েল্ডার) ও সিকিউরিটি গার্ড পদে নিয়োগ দেওয়া হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “বাংলাদেশে বেকার সমস্যা একটি অন্যতম সমস্যা। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যা সমাধান করতে বড় ভূমিকা পালন করছে প্রাণ-আরএফএল গ্রুপ।
“সেন্টমার্টিনের মানুষের আয়ের প্রধান মাধ্যম হচ্ছে পর্যটন এবং মাছ শিকার। কিন্তু সারা বছর দ্বীপের মানুষরা এ পেশায় যুক্ত থাকতে পারে না। ফলে বছরের একটা সময় তারা কর্মহীন থাকেন।”
সেই কথা বিবেচনা করে আমাদের গ্রুপের পক্ষ থেকে এ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল।