নগদ’র ‘দশ টাকার দৌড়’ খেলে বাইক পেলেন ৪ বিজয়ী

‘নগদ’ অ্যাপে গেইম খেলে ‘সপ্তাহের সর্বোচ্চ স্কোর গড়ে’ তারা পুরস্কার পান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2022, 03:17 PM
Updated : 28 Dec 2022, 03:17 PM

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ অ্যাপে গেইম খেলে ‘সপ্তাহের সর্বোচ্চ স্কোর’ তুলে মোটরসাইকেল জিতেছেন চার বিজয়ী।

সম্প্রতি রাজধানীর বনানীতে প্রধান কার্যালয়ে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় নগদ।

১৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ‘নগদ’ অ্যাপের মাধ্যমে মোবাইলে ‘দশ টাকার দৌড়’ নামের গেইম খেলে ‘সপ্তাহের সর্বোচ্চ স্কোর গড়ে’ এ পুরস্কার পান বিজয়ীরা।

তারা হলেন- তাহমিনা আক্তার লিলি, মো. হজরত আলী, আখিফুল ও রিহাত হাসান তুহিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক লাখ ৪৮ হাজার ৯৩ জন খেলায় অংশ নেন। এদের মধ্যে প্রতিদিনের খেলায় সর্বোচ্চ স্কোর গড়া ১০০ জন ১০০ টাকা করে পুরস্কার পেয়েছেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নগদ- এর চিফ কমার্শিয়াল অফিসার সাদাত আদনান আহমদ বলেন, “নগদ ব্যবহারকারীদের অবসর সময়টা আরও আনন্দময় করতে এই গেইম- এর আয়োজন; এ ধরনের আয়োজনের মাধ্যমে নগদ- এর সাথে ব্যবহারকারীদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”

এ সময় নগদ- এর চিফ অপারেটিং অফিসার গোলাম মোর্তুজা চৌধুরী, চিফ কর্পোরেট গভর্নেন্স অফিসার ও চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার নুরুল আলম, স্ট্র্যাটেজি বিভাগের প্রধান সালাহউদ্দীন মোহাম্মদ ইউসুফ, হেড অব ডিজিটাল মার্কেটিং রোমায়েল হাসান ওয়াহিদ, জেনারেল ম্যানেজার আবু সুফিয়ান মোহাম্মদ খালেদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) আলি আহসান, কাস্টমার সার্ভিস বিভাগের প্রধান কৌশিক সাহা উপস্থিত ছিলেন।