‘মাইটির’ দলের বন্ধন দাস ও ফজলে রাব্বি ‘ইয়াং লোটাস’ কর্মশালায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
Published : 11 Feb 2025, 10:26 PM
অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএএবি) ‘শার্পনার ২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে এবার থাইল্যান্ডের কর্মশালায় যোগ দিতে যাচ্ছে বিজ্ঞাপনী কোম্পানি ‘মাইটির’ এর দল ‘বন লি’।
থাইল্যান্ডের পাতায়ায় আগামী ১৮-২০ মার্চ ‘ইয়াং লোটাস’ নামে ওই কর্মশালা হবে বলে ‘মাইটির’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ঢাকায় এএএবির আয়োজনে ‘শার্পনার ২০২৫’ প্রতিযোগিতায় অংশ নেয় ১২টি বিজ্ঞাপনী কোম্পানি। এ প্রতিযোগিতায় বিজয়ী ‘মাইটির’ দলের সদস্য বন্ধন দাস ও ফজলে রাব্বি এবার ‘এশিয়া প্যাসিফিক অ্যাডফেস্টের’ ‘ইয়াং লোটাস’ কর্মশালায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞাপনী কোম্পানি ডেন্টসের ওই কর্মশালা পরিচালনা করবেন ‘এশিয়া প্যাসিফিক অ্যাক্রেডিটেশন কো-অপারেশন’ চেয়ার অ্যালিস চৌ ও এপিএসি প্র্যাকটিসেস এর সভাপতি হিতোশি হামাগুচি।