এর আগে ২০২১ সালে প্যান্ডামার্টে ‘ব্রাইটফিল্ডস’ লেবেলের মাধ্যমে মসলা ও ডালসহ নানা শস্যজাতীয় পণ্য আনে ডেলিভারি প্ল্যাটফর্মটি।
Published : 09 Jun 2024, 11:06 PM
গ্রাহকদের বিস্তৃত পরিসরে গ্রোসারি পণ্য কেনার সুযোগ দিতে নিজস্ব স্টোর ব্র্যান্ড ‘ব্রাইট’ চালু করেছে ফুডপ্যান্ডা।
রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্মটি বলেছে, ‘ব্রাইট’ লেবেলযুক্ত পণ্যগুলো শুধু বিভিন্ন প্যান্ডামার্ট স্টোর থেকে অনলাইনে অর্ডার করা যাবে। এর আওতায় ব্রাইটফার্মস ও ব্রাইটইয়ামস নামে দুইটি সাবব্র্যান্ড রয়েছে। এ দুটি সাবব্র্যান্ডে ২০০টির বেশি পণ্য রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাইটফার্মস লেবেলের আওতায় সবজি ও ফলমূল পাওয়া যাবে। রান্নার মশলা, দানাদার পণ্য, রেডি টু ইট পণ্য, নাস্তা ও বেভারেজ পণ্য পাওয়া যাবে ব্রাইটইয়ামস লেবেলে।
এতে বলা হয়, ব্রাইটের পণ্যগুলো সরাসরি সরবরাহকারীদের থেকে সংগ্রহ করা হয় বলে গ্রাহকরা তুলনামূলক সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ পাচ্ছেন।
ফুডপ্যান্ডা বাংলাদেশের কিউ-কমার্স ডিরেক্টর মোহাম্মদ তাবরেজ খান বলেন, “গ্রাহকরা যাতে সাশ্রয়ী মূল্যে গুণগত ও মানসম্পন্ন পণ্য পান তা নিশ্চিত করতে আমরা সরবরাহকারীদের সঙ্গে সরাসরি কাজ করছি। ব্রাইট ব্র্যান্ডের মাধ্যমে আমরা শুধু গ্রাহকদের দোরগোড়ায় গ্রোসারিই পৌঁছে দিচ্ছি না বরং তাদের দৈনন্দিন কেনাকাটার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করছি।”
এর আগে ২০২১ সালে প্যান্ডামার্টে ‘ব্রাইটফিল্ডস’ লেবেলের মাধ্যমে মসলা ও ডালসহ নানা শস্যজাতীয় পণ্য বাজারে নিয়ে আসে ফুডপ্যান্ডা।