এডিবি বলছে, বিদ্যুৎকেন্দ্রটি সৌরভিত্তিক হওয়ায় বছরে ১৮ হাজার ৩৪৪ টন কার্বন নিঃসরণ এড়ানো সম্ভব হবে।
Published : 02 Dec 2024, 05:27 PM
ময়মনসিংহের মুক্তাগাছায় ২০ মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জুলস পাওয়ার লিমিটেডকে ২ কোটি ৪৩ লাখ ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক।
এ বিষয়ে একটি ঋণচুক্তি হওয়ার কথা জানিয়ে এডিবি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেডের’ (এমএসইএল) অধীনে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ হবে। সেই কেন্দ্রে বছরে ৩৭ দশমিক ৯ গিগাওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন হবে। বিদ্যুৎকেন্দ্রটি সৌরভিত্তিক হওয়ায় বছরে ১৮ হাজার ৩৪৪ টন কার্বন নিঃসরণ এড়ানো সম্ভব হবে।
চুক্তি অনুযায়ী, ঋণের ২ কোটি ৪৩ লাখ ডলারের মধ্যে এক কোটি ৫৫ লাখ ডলার এডিবি সরাসরি দেবে। বাকি ৮৮ লাখ ডলার দেওয়া হবে এডিবি পরিচালিত বিশেষ একটি তহবিল থেকে।
এডিবির বেসরকারি খাত বিষয়ের মহাপরিচালক সুজানে গাবুরি বলেন, “বাংলাদেশে টেকসই জ্বালানির জোগান বাড়ানোর প্রচেষ্টা হিসেবে এডিবি এ ধরনের বিনিয়োগ করেছে। এ ধরনের দীর্ঘমেয়াদী বিনিয়োগ বেসরকারি খাতকে দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্ত হতে সহায়তা করবে।”
জুলস পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক নূহের লাতিফ খান বলেন, “বাংলাদেশে এটি আমাদের দ্বিতীয় সৌর বিদ্যুৎ প্রকল্প। এতে এডিবির মত প্রতিষ্ঠান থেকে অর্থায়ন পেয়ে আমরা খুবি উদ্বেলিত। এমন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্তি টেকসই উন্নয়নের পথে আমাদের প্রতিশ্রুতিকে এগিয়ে নিয়ে যাবে এবং নবায়ন যোগ্য জ্বালানির ব্যবসায় আমাদের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা রাখবে।”
মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেডের ওয়েবসাইটের তথ্য অনুাযায়ী, মুক্তাগাছার নিমুরিয়ায় ৭৫ একর পতিত জমিতে এই প্রকল্প গড়ে তোলা হবে। এ কেন্দ্রের বিদ্যুৎ সরাসরি যুক্ত হবে জাতীয় গ্রিডে।
বাংলাদেশে জ্বালানি ব্যবসা করতে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় জুলস পাওয়ার। ইতোমধ্যে একটি ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে তাদের।