প্রাণ গ্রুপ ২০১৩ সাল থেকে গালফ ফেয়ারে নিয়মিত অংশ নিচ্ছে।
Published : 18 Feb 2025, 04:15 PM
খাদ্যপণ্যের মেলা গালফ ফুড ফেয়ারে অংশ নিয়েছে খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান প্রাণ।
সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাঁচদিনের এ মেলা শুরু হয়েছে বলে প্রাণ-আরএফএল গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
প্রাণ গ্রুপ ২০১৩ সাল থেকে গালফ ফেয়ারে নিয়মিত অংশ নিচ্ছে। এবার সেখানে গ্রুপটি পাঁচ শতাধিক পণ্য প্রদর্শন করছে।
প্রাণ গ্রুপের নির্বাহী পরিচালক (এক্সপোর্ট) মিজানুর রহমান বলেন, “এখানে বড় বড় কোম্পানি অংশ নেওয়ায় তাদের পণ্য সম্পর্কে এবং ভোক্তার আচারণে বিশ্বব্যাপী কী ধরনের পরিবর্তন হচ্ছে সেটি বোঝা যায়। পাশাপাশি বিদ্যমান আমদানিকারকের কাছে নতুন পণ্য ও সেবা তুলে ধরা হয়।”
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “২০২৫ সালে প্রাণের লক্ষ্য ৫০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করা। এ লক্ষ্যে নিজেদের নতুন পণ্য নিয়ে ও বিদ্যমান পণ্যের রপ্তানি বাড়াতে প্রাণ গালফ ফুড ফেয়ারে অংশ নিচ্ছে।
“মেলায় অংশ নিয়ে বিভিন্ন দেশের আমদানিকারকদের সাথে যোগাযোগ বাড়ানো এবং নতুন বাজার ধরতে গুরুত্ব দিবে।”
এবারের গালফ ফুড ফেয়ারে ১২৯টির বেশি দেশ থেকে সাড়ে পাঁচ হাজারের বেশি প্রতিষ্ঠান পণ্য ও সেবা প্রদর্শন করছে।