Published : 31 Oct 2023, 09:54 PM
সুদহার নির্ধারণের নতুন পদ্ধতি চালুর পর ঋণের সুদহার আরও কিছুটা বাড়ছে; নভেম্বরে ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ১০ দশমকি ৯৩ শতাংশ হারে সুদ নিতে পারবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক অক্টোবরের স্মার্ট সুদহার ঘোষণা করেছে ৭ দশমিক ৪৩ শতাংশ, যা নভেম্বরের জন্য প্রযোজ্য হবে। আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ২০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের নতুন স্মার্ট (সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল- স্মার্ট) সুদহার করিডোরের নীতিমালা অনুযায়ী অক্টোবরের ‘স্মার্ট সুদহার’ এর সঙ্গে সর্বোচ্চ সাড়ে ৩ শতাংশ মার্জিন যোগ করে নভেম্বরে ঋণ বিতরণ করতে পারবে বাণিজ্যিক ব্যাংক।
এবার আগের মাসের চেয়ে স্মার্ট সুদহার বেড়েছে ২৩ শতাংশীয় পয়েন্ট। এতে কোনো কোনো গ্রাহকের ব্যাংক থেকে ঋণ নিতে খরচ বাড়ল। গত জুনে চালু হওয়ার সময়ে স্মার্ট ছিল ৭ দশমিক ১০ শতাংশ। পরের মাস জুলাইতে একই থাকলেও অগাস্টে তা সামান্য বেড়ে হয় ৭ দশমিক ১৪ শতাংশ।
মুদ্রানীতির আধুনিকায়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা চালু করতে আইএমএফ এর শর্ত বাস্তবায়নে গত জুলাইয়ে স্মার্ট সুদহার করিডোর চালু করে বাংলাদেশ ব্যাংক।
প্রতি ছয় মাসের ট্রেজারি বিল ও বন্ডের গড় সুদহার বের করে হিসাব করা হয় ‘স্মার্ট’ রেট। সাধারণত প্রতি মাসের প্রথম দিন বাংলাদেশ ব্যাংক তা জানিয়ে দেয়। এবার মাসের শেষ দিনে তা প্রকাশ করা হল।
গত জুলাইয়ে এ নিয়ম চালুর সময় সর্বোচ্চ মার্জিন ৩ শতাংশ থাকলেও পরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অক্টোবরে তা বাড়িয়ে সাড়ে ৩ শতাংশ করা হয়।
অপরদিকে প্রি-শিপমন্টে রপ্তানি ঋণ এবং কৃষি ও পল্লী ঋণের সুদহার বাড়িয়ে ২ শতাংশ থেকে করা হয় আড়াই শতাংশ। এতে নভেম্বরে এসব খাতে ঋণের সর্বোচ্চ সুদহার গড়াবে ৯ দশমিক ৯৩ শতাংশে।
অন্যদিকে ব্যাংক বাহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই) অক্টোবর থেকে সর্বোচ্চ সাড়ে ৫ শতাংশ হারে মার্জিন যোগ করে ঋণ, বিনিয়োগ বা লিজিংয়ে অর্থায়ন করছে। এতে গ্রাহক পর্যায়ে নভেম্বরে নেওয়া ঋণের সুদহার উঠবে ১২ দশমিক ৯৩ শতাংশে।
এদিকে বাংলাদেশ ব্যাংক শুধু ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলোর সর্বোচ্চ সুদহার কত হবে তা জানিয়ে দিচ্ছে। তবে এনবিএফআই এর ক্ষেত্রে ঋণের পাশাপাশি আমানতের সুদহারের সর্বোচ্চ সীমা ঠিক করে দেওয়া হচ্ছে।
সবশেষ স্মার্ট রেটের সঙ্গে সর্বোচ্চ আড়াই শতাংশ যোগ করে আমানতে সুদ দিতে পারবে এনবিএফআই। এ হিসাবে নভেম্বরে আমানত সংগ্রহে সর্বোচ্চ সুদ দিতে পারবে ৯ দশমিক ৯৩ শতাংশ।