এডিএন টেলিকমের ১০% লভ্যাংশ অনুমোদন

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2022, 06:27 PM
Updated : 7 Dec 2022, 06:27 PM

তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

বুধবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির ১৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সভায় বিগত হিসাব বছরে কোম্পানির আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য পূর্ব নির্ধারিত এজেন্ডাগুলোর ওপর বিস্তারিত আলোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

এডিএন টেলিকমের চেয়ারম্যান আসিফ মাহমুদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মনির হোসেন।

সভায় কোম্পানির পরিচালক মঈনুল ইসলাম, মাহফুজ আলী সোহেল ও নিয়াজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক গোলাম রসুল, খন্দকার আতিক-ই-রব্বানী, ব্যবস্থাপনা পরিচালক হেনরী হিলটন, বোর্ডের উপদেষ্টা জহির আহমেদসহ কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ আবদুল আলীম উপস্থিত ছিলেন।