বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ সম্পর্কিত আইন ও বিধি, বিনিয়োগের সুযোগ সম্পর্কে নানা প্রশ্ন এবং যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগের ঠিকানাও রয়েছে পোর্টালে।
Published : 09 Feb 2025, 07:37 PM
বিদেশি বিনিয়োগকারীদের সহায়তায় ‘ফরেইন ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিং পোর্টাল‘ নামে একটি ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে বলা হয়েছে, এই পোর্টালের (https://www.bb.org.bd/feidportal/index.html) মাধ্যমে বিনিয়োগকারীরা নানা রকমের তথ্য পাবেন।
বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ সম্পর্কিত আইন ও বিধি, বিনিয়োগের সুযোগ সম্পর্কে নানা প্রশ্ন এবং বিনিয়োগ সম্পর্কিত যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগের ঠিকানাও রয়েছে এই পোর্টালে।
সব ব্যাংক যে পোর্টালটির সুবিধা নেয়, সে নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া গ্রাহক ও বিনিয়োগকারীদের সামনে বিষয়টি তুলে ধরার অনুরোধ জানানো হয় সার্কুলারে।