মানসিক স্বাস্থ্যের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিতে এ উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।
Published : 10 Oct 2023, 08:45 PM
নিজেদের ‘কেয়ারলাইন’ নম্বরের মাধ্যমে ২৫ হাজারের বেশি মানুষকে সরাসরি ও অনলাইনে বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা দিয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।
২০১৭ সাল থেকে এখন পর্যন্ত তাদের এ স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে বলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যকেও গুরুত্ব দিতে ৬ বছর আগে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দিতে এ উদ্যোগ শুরু করে কোম্পানিটি।
এতে বলা হয়, ০৮০০০৮৮৮০০০ নম্বরের কেয়ারলাইনটি জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত কাউন্সেলিং সাইকোলজিস্ট ডা. মেহতাব খানমের তত্ত্বাবধানে একদল বিশেষজ্ঞ মনোবিদ ও চিকিৎসক পরিচালনা করছেন।
জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-২০১৯ এর তথ্য অনুযায়ী, দেশের মোট প্রাপ্তবয়স্কদের ১৮ শতাংশের বেশি মানুষ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। এছাড়া প্রায় ১৩ শতাংশ ৭-১৭ বয়সী কিশোর-কিশোরীর মাঝেও মানসিক রোগ শনাক্ত হয়েছে। কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর জন্য দেশে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার অভাব রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কোম্পানিটি জানায়, মানসিক রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের মানসিক স্বাস্থ্যের পরিচর্যা নিতে স্কয়ার টয়লেট্রিজ দীর্ঘ ছয় বছর ধরে কাজ করছে।
স্কয়ারের এই কেয়ারলাইন নম্বরে ফোন করে যে কেউ মানসিক, শারীরিক ও সামাজিকসহ যেকোনো বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এবং এই নম্বরটি টোল ফ্রি।
এছাড়া এখানে ফোন করতে যেমন কোনো ধরনের টাকা লাগে না, সেইসঙ্গে সেবাগ্রহীতাদের সব রকমের তথ্যও গোপন রাখে স্কয়ার টয়লেট্রিজ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।