নতুন দর অনুযায়ী, রান্নায় বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ে খরচ পড়বে ১৪৫৯ টাকা।
Published : 14 Jan 2025, 09:58 PM
ভ্যাট বেড়ে যাওয়াকে কারণ দেখিয়ে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে; তবে তা সামান্যই কেজিপ্রতি ৩৭ পয়সা।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দুই সপ্তাহের মধ্যে আরেক দফা দাম বাড়ানোর ঘোষণা দেয়।
নতুন দর অনুযায়ী, রান্নায় বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ে দাম পড়বে ১৪৫৯ টাকা; আগের চেয়ে যা চার টাকা বেশি।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিকেজি এলপিজির দাম ঠিক করা হয়েছে ১২১ টাকা ৫৬ পয়সা। এর আগে ২ জানুয়ারি তা ঠিক করা হয় ১২১ টাকা ১৯ পয়সা।
সেদিন আন্তর্জাতিক বাজারে দর কিছুটা কমলেও টাকার অবমূল্যায়ণের কারণ তুলে ধরে চলতি জানুয়ারি মাসের জন্য আগের দুই মাসের মত এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ১৪৫৫ টাকা রেখেছিল সরকার।
এবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ পণ্যে ভ্যাট বাড়ানোর কারণে এলপিজির দরে সমন্বয় করার কথা বলেছে বিইআরসি।
নতুন নির্ধারিত মূল্যহার অনুযায়ী অন্যান্য পরিমাণের সিলিন্ডারের দাম সমন্বয় করে জানিয়ে দিয়েছে সংস্থাটি।
যানবাহনের জন্য ব্যবহৃত অটোগ্যাসের দাম সমন্বয় করে নির্ধারণ করা হয় প্রতি লিটার ৭৬ টাকা ২৭ পয়সা, যা বর্তমান পড়ে ৬৬ টাকা ৭৮ পয়সা।
রেটিকুলেটেড পদ্ধতির প্রতিকেজি গ্যাসের দাম পড়বে ১১৭ টাকা ৮১ পয়সা, আগে ছিল ১১৭ টাকা ৩৭ পয়সা।
এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো।
এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।