বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী, লক্ষীপুর, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাসহ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ও উপশাখার মাধ্যমে এ ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে।
Published : 25 Aug 2024, 04:37 PM
দুই দিনের বেতনের সমপরিমাণ টাকা বন্যার্তদের সহায়তায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তারা।
রোববার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী, লক্ষীপুর, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাসহ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ও উপশাখার মাধ্যমে এ ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে।
ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, জোন ও শাখা প্রধান এবং উপশাখা ইনচার্জদের অংশগ্রহণে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার।
সভায় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যাংকের ডেভেলপমেন্ট উইং প্রধান এ কে এম মাহবুব মোরশেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন।
গত বুধবার ভারতের ত্রিপুরা থেকে ফেনী, কুমিল্লার দিকে ধেয়ে আসে প্রবল স্রোতধারা। কয়েক ঘণ্টার মধ্যে তলিয়ে যায় বিস্তীর্ণ জনপদ। পরে এই বন্যা চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালীসহ দেশের ১১টি জেলায় ছড়িয়ে পড়ে।
এরপর থেকে বন্যার্তদের সহযোগিতায় সমাজের নানা স্তরের মানুষ সাড়া দিয়েছেন। এর মধ্যে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, সেনাবাহিনী, র্যাবসহ সরকারের বিভিন্ন বিভিন্ন বিভাগের কর্মীরা তাদের একদিন বা দুদিনের বেতন অনুদান হিসেবে জমা দিচ্ছেন।
এছাড়া বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য গত কয়েকদিন ধরে ত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।