জিয়াউল হাসান সিদ্দিকী ২০ অগাস্ট পদত্যাগ করলে সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদটি ফাঁকা হয়।
Published : 28 Aug 2024, 09:32 PM
সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পেয়েছে নতুন চেয়ারম্যান।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তিন চেয়ারম্যানের পদায়নের বিষয়ে পৃথক অফিস আদেশ জারি করেছে।
সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ও সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান করা হয়েছে।
যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন মুসলিম চৌধুরী।
গত ২০ অগাস্ট জিয়াউল হাসান সিদ্দিকী পদত্যাগ করলে সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদটি ফাঁকা হয়।
পৃথক আদেশে সাবেক সচিব এম ফজলুর রহমানকে জনতা ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যানের দায়িত্বে বসানো হয়েছে।
জনতার ব্যাংক পিএলসি-এর আগের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান পদত্যাগ করেন এবং ২২ অগাস্ট সেটি গৃহীত হয।
আলাদা আরেক আদেশে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে পরবর্তী তিন বছরের জন্য পিকেএসএফ এর চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে ব্যাংক খাতে সংস্কারের ঘোষণা দেয়। শুরু হয় শীর্ষ পর্যায়ে রদবদল, অপসারণ ও বদলি। এই ধারায় এবার ওই তিন প্রতিষ্ঠান পেল নতুন চেয়ারম্যান।
অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরই বাংলাদেশের ব্যাংকের গভর্নরকে অপসারণ করে সেখানে বসানো হয় অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে। নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর তফসিলি ও বাণিজ্যি ব্যাংকগুলোতে সংস্কারের অংশ হিসেবে পর্ষদ ভেঙে দিয়ে শীর্ষ পদে নতুন মুখ বসাচ্ছে সরকার।