বাণিজ্য মেলার মূল ভবনের উত্তর পাশে রয়েছে ১৫ হাজার বর্গফুটের ‘আরএফএল প্রিমিয়ার প্যাভিলিয়ন’।
Published : 21 Jan 2025, 06:44 PM
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রায় ২০ হাজার পণ্যের পসরা সাজিয়ে বসেছে শিল্পগ্রুপ আরএফএল।
এর মধ্যে গৃহস্থলী, ফার্নিচার, সাইকেল, বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং ইলেকট্রনিক পণ্যে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আরএফএল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মেলার মূল ভবনের উত্তর পাশে ১৫ হাজার বর্গফুটের ‘আরএফএল প্রিমিয়ার প্যাভিলিয়ন’ এর প্রথম তলায় মিলছে কিচেনওয়ার, হাউসহোল্ড আইটেম, স্টেশনারি ও খেলনা।
দ্বিতীয় তলায় রয়েছে প্লাস্টিকের ফার্নিচার, সাইকেল ও সাইকেলের সরঞ্জাম, ছোট ও বড়দের খেলনা এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য।
আর তৃতীয় তলায় থাকছে পাইপ অ্যান্ড ফিটিংস, বাথরুম ফিটিংস, ক্যাবলস, দরজা-জানালাসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পণ্য।
আরএফএল রিটেইল চেইনের হেড অব মার্কেটিং শফিক শাহিন বলেন, “একজন ক্রেতা তার প্রয়োজনীয় পণ্যের ‘এ-টু-জেড’ সলুউশন পাচ্ছেন আরএফএল প্যাভিলিয়নে।
“মূল্যছাড় ও বাই ওয়ান গেট ওয়ান অফারের সঙ্গে থাকছে তিন হাজার টাকার কেনাকাটায় বিশেষ সারপ্রাইজ গিফট জিতে নেওয়ার সুযোগ। এছাড়া ক্রেতারা ৩ হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনলে ফ্রি হোম ডেলিভারির সুবিধা পাবেন।”
আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম বলেন, “প্রতিটা বাণিজ্য মেলায় আরএফএল পণ্যে ক্রেতা-দর্শনার্থীদের অন্যরকম আগ্রহ থাকে। এ আগ্রহ মাথায় রেখে আমরা আরএফএলের পণ্যসমূহ মেলায় প্রদর্শন করি।
“এ বছর মেলাতে হোম অ্যাপ্লায়েন্স, প্লাস্টিক গৃহস্থলী পণ্য, বাইসাইকেল ও বাচ্চাদের খেলনার চাহিদা সবচেয়ে বেশি।”
মেলায় আরএফএল গ্রুপের ইলেকট্রনিক পণ্যের ব্র্যান্ড ভিশন, ফার্নিচার পণ্যের ব্র্যান্ড রিগ্যাল, ফুটওয়ার পণ্যের ব্র্যান্ড ওয়াকার ও কমফি ব্র্যান্ডের আলাদা প্যাভিলিয়ন ও ষ্টল রয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।