“নকল ও ভেজাল পণ্য ব্যবহার করে মানুষ ত্বকের ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে।”
Published : 04 Oct 2024, 02:01 AM
দেশে দীর্ঘদিন ধরেই প্রসাধন পণ্য উৎপাদিত হলেও এসবের মানোন্নয়নে কখনই গুরুত্ব দেওয়া হয়নি বলে রাজধানীতে একটি সেমিনারে বক্তারা মত দিয়েছেন। তারা বলেছেন, এতে ভোক্তা স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হলেও তোয়াক্কা করেনি কোম্পানিগুলো।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও অ্যাসোসিয়েশন অব স্কিনকেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এই সেমিনার হয়।
সেমিনারের বিষয় ছিল ‘মেইড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত পণ্যের মান।’
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, “বাজার নিম্নমানের কসমেটিকস পণ্যে সয়লাব হলে তা মানুষের জীবনে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে। ভুয়া পণ্য ব্যবহার করে অনেকে এরই মধ্যে ক্ষতির সম্মুখীন হয়েছেন। ব্যয়বহুল চিকিৎসার জন্য পরিবারেও দিন দিন আর্থিক সংকট বাড়ছে।”
দেশে বিশ্বমানের কসমেটিকস ও হোমকেয়ার পণ্য উৎপাদনের বিকল্প নেই মত দিয়ে তিনি বলেন, “এতে দেশে কর্মসংস্থানও বাড়বে।”
যে বড় প্রতিষ্ঠানগুলো মানুষকে গুণগত মান বজায় রেখে মানসম্মত পণ্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও তাদের পাশে থাকবে বলেও ঘোষণা দেন তিনি।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআই পরিচালক ইসহাকুল হোসেন সুইট বলেন, “স্কিন কেয়ার, কসমেটিকস ও হোম কেয়ার খাতে রিমার্ক-হারল্যানের মতো দেশীয় কোম্পানি এগিয়ে আসায় তারা বিশেষভাবে ধন্যবাদ পাওয়ার যোগ্য। তাদের মত প্রতিষ্ঠান মানসম্মত পণ্য উৎপাদন করায় ক্রেতাদের মাঝে দেশীয় পণ্য ব্যবহারে আগ্রহও বাড়ছে।”
স্কিন কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক শারমিনা হক মনে বলেন, “নকল ও ভেজাল পণ্য ব্যবহার করে মানুষ ত্বকের ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এ থেকে বাঁচার একমাত্র উপায় মানসম্পন্ন পণ্য ব্যবহার করা।
“রিমার্ক ব্যাপক গবেষণার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে যেসব পণ্য বাজারে আনছে। আশা করি দেশের মানুষ সর্বাধুনিক প্রযুক্তির এসব পণ্য ব্যবহার করে উপকৃত হবে।”
সেমিনারে অন্যদের মধ্যে বিএসটিআইয়ের উপপরিচালক মোরশেদা বেগম, চিত্রনায়ক মামনুন হাসান ইমন, অর্থনীতির শিক্ষক মাহবুব আলী, অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স বাংলাদেশ এর সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ- আইবিএফবি-এর সহসভাপতি এম এস সিদ্দিকী বক্তব্য রাখেন।