স্থানীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে সুদের হার এক অঙ্কে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন ব্যবসায়ী নেতারা।
Published : 26 Jan 2025, 08:09 PM
স্থানীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার স্থিতিশীল রাখা, ডলারের যোগান স্বাভাবিক রাখাসহ অনিচ্ছাকৃত ঋণখেলাপীদের নীতিসহায়তা দিয়ে অর্থনীতিতে পুনর্বাসনসহ কেন্দ্রীয় ব্যাংকের কাছে বেশ কিছু সুপারিশ করেছে সংগঠনটি।
রোববার কেন্দ্রীয় ব্যাংকে গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রতিনিধি দলের মতবিনিময় সভায় এসব সুপারিশ তুলে ধরা হয়।
সংগঠনের প্রশাসক মোঃ হাফিজুর রহমান এসব সুপারিশ দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে সংগঠনটি।
কোভিড মহামারীতে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা করলেও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে তা সম্ভব হয়নি। তখন ব্যবসায়ীদের সরকার প্রণোদনা দিয়েছিল।
২০২৪ সালে বাজেটের পর অর্থনীতিতে আরও সংকট তৈরি হয়। উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকটের পাশপাশি মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধিও কমতে থাকে। সংকোচন নীতি গ্রহণ ও সুদহার বাড়িয়েও ফল মিলছে না। ৫ অগাস্ট ক্ষমতার পালাবদল ঘটলেও অর্থনীতিতে গতি ফেরেনি।
এমন প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত শিল্প-কারখানাকে নীতিসহায়তা দেওয়া, বিদেশি মুদ্রার বিনিময়জনিত ক্ষতি মোকাবিলায় উদ্যোক্তাদের সহায়তা দেওয়া, সময়মত রপ্তানি বিল পরিশোধ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং কৃষি খাতের জন্য বিশেষ ঋণ সুবিধা সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।
মতবিনিময় সভায়, স্থানীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে সুদের হার এক অঙ্কে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন ব্যবসায়ী নেতারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভর্নর এফবিসিসিআই প্রতিনিধিদের বলেছেন যে আর্থিক খাতের শৃঙ্খলা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক নিবিড়ভাবে কাজ করছে।
তাছাড়া অর্থনীতির টেকসই উন্নয়নে ব্যবসায়ী সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা চেয়েছেন আহসান এইচ মনসুর।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, সাবেক সহ-সভাপতি আবুল কাশেম হায়দার, সাবেক পরিচালক আব্দুল হক, মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী (খোকন), প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর সাবেক সভাপতি এসএম ফজলুল হক, এফবিসিসিআই এর মহাসচিব মোঃ আলমগীর, সংগঠনের সাধারণ পরিষদ সদস্য জাকির হোসেন নয়ন ও মোঃ জাকির হোসেন।