টিআইএন স্থগিতের সুযোগও আছে, করা যাবে যেসব কারণে

সেক্ষেত্রে রিটার্ন জমা দিতে হবে না; টিআইএন না থাকলে ২ হাজার টাকা ন্যূনতম করের শর্তও থাকছে না।

শেখ আবু তালেববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2023, 10:02 AM
Updated : 3 June 2023, 10:02 AM

আয়কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন নেওয়ার পর কারও আয় কমে গেলে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতির সুযোগ আছে; এটিসহ আরও কিছু কারণে টিআইএন স্থগিতও করা যাবে, চাইলে বাতিলও।

সে ক্ষেত্রে আগামী ২০২৩-২৪ অর্থবছর থেকে টিআইএনধারীদের রিটার্ন জমা দিতে গেলেই কমপক্ষে দুই হাজার টাকা কর দেওয়ার বাধ্যবাধকতার যে প্রস্তাব বাজেটে করা হয়েছে তা থেকে তিনি মুক্তি পেতে পারেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী অর্থবছরের বাজেটে এ কর প্রস্তাব করার পর এটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তিনি করযোগ্য আয় সীমা ৫০ হাজার টাকা বাড়িয়ে সাড়ে তিন লাখ করার কথা বলেছেন। আবার রিটার্ন দাখিল করলে নূন্যতম করারোপের কথাও বলছেন।

গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এ করারোপকে ‘অন্যায্য’, ‘বৈষম্যমূলক’ ও অনৈতিক বলেছে। ব্যবসায়ীদের সংগঠনগুলোও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় জানিয়েছেন, এখন পর্যন্ত ৮৮ লাখ টিআইএন নম্বর নিলেও হালনাগাদ তথ্য অনুযায়ী রিটার্ন দাখিল করেছেন ৩২ লাখ।

আয়কর আইনজীবী মোহাম্মদ ইয়াসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুধু আয় কমে গেলেই নয়; বয়সজনিত ও মৃত্যুর কারণে আয়কর সনদ বাতিল বা স্থগিত করার সুযোগ রয়েছে। সেজন্য আইনজীবীর মাধ্যমে বা তিনি নিজেই এনবিআরের নির্দিষ্ট ফরমে আবেদন করলে যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত দেবে এনবিআর।

বাজেটের পরদিন শুক্রবার সংবাদ সম্মেলনে সিপিডি বলেছে, এতে স্বল্প আয়ের মানুষের ওপর অর্থনৈতিক চাপ বাড়বে। করমুক্ত আয়সীমা বাড়ানোর সুবিধা তারা পাবে না।

অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলনেও বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। সেখানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম যা বলেছেন তাতে এটা স্পষ্ট যে, তারা এ বিধান করা থেকে পিছু হটছেন না।

কাদের জন্য টিআইএন বাধ্যতামূলক, সেই তালিকা দেখার পরামর্শ দিয়ে এনবিআর প্রধান বলেছেন, “আপনি যেটা বললেন, সাধারণ গরিব মানুষের কোনো অসুবিধা হবে কি না, সাধারণ গরিব মানুষের তো টিআইএন বাধ্যতামূলক নয়।”

তার মতে যে ধরনের মানুষদের জন্য টিআইএন বাধ্যতামূলক, তাদের জন্য বছরে দুই হাজার টাকা কর বোঝা নয় গর্বের বিষয় হওয়ার কথা।

গত অর্থবছর থেকে সরকারি ৩৮টি সেবা নিতে টিআইএন বাধ্যতামূলক করা হয়। আর টিআইএন নম্বর নিলে রিটার্ন জমা দেওয়াও বাধ্যতামূলক। নিজের আয়কর বিবরণী দাখিল না করলে জরিমানার বিধান আছে।

অনেকের প্রশ্ন এখানেই, ৩৮টি কাজের জন্য টিআইএন নিয়ে কারও আর্থিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে তাকেও করের বোঝা বইতে হবে কি না।

এ পরিস্থিতিতে এনবিআরের ওয়েবসাইটে আয়কর সংক্রান্ত প্রাসঙ্গিক প্রশ্ন ও তার জবাবে টিআইএন স্থগিত বা বাতিলের সুযোগ থাকার বিষয়টি দেখা যায়।

কারও আয় কর আরোপযোগ্য সীমার নিচে নেমে গেলে নিবন্ধন বাতিলের সুযোগ আছে কি না- এমন জিজ্ঞাসায় এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, “আপনার আয় আয়কর আরোপ যোগ্য সীমার নিচে নেমে গেলে এবং যদি আপনার মনে হয় নিকট ভবিষ্যতে আয়সীমা ন্যূনতম আয়কর প্রদানের আওতায় আসবে না, তাহলে আপনি সংশ্লিষ্ট সার্কেলের উপ-কর কমিশনার বরাবর টিআইএন বাতিলেন জন্য কারণ ব্যাখ্যা করে আবেদন করতে পারেন।

“উপ-কর কমিশনার অনুসন্ধান বা শুনানি এর মাধ্যমে অথবা আবেদনের উপর ভিত্তি করে আপনার টিআইএন এর কার্যক্রম স্থগিত বা বাতিল করতে পারেন।”

টিআইএন কী

কর দেওয়া শুরুর জন্য একটি নিবন্ধন নম্বর দেয় এনবিআর, যাকে আয়কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বলা হয়। পরের বছরগুলোতে শুধু ওই নম্বরের বিপরীতে আয়কর বিবরণীতে আয়ের হালনাগাদ তথ্য দিয়ে প্রয়োজনীয় কর দিতে হয়।

রিটর্না বা আয়কর বিবরণী দাখিলের পর আয়কর পরিশোধ করা হলে এনবিআরের পক্ষ থেকে একটি সনদ দেওয়া হয়-যা আয়কর সনদ নামে পরিচিত।

এদিকে ২০২২ অর্থবছর থেকে সরকারি ৩৮টির বেশি সেবা গ্রহণে রিটার্ন দাখিলের পর আয়কর সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়।

টিআইএন নম্বর নিয়ে বহু মানুষ রিটার্ন জমা দেন না, যদিও জমা না দিলে আয়কর আইনে সাজার বিধান আছে। এমন টিআইএনধারীদের করের আওতায় আনতেই এ চেষ্টা সরকারের।

নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন দাখিল না করলে, খেলাপি করদাতার সবশেষ আরোপিত আয়করের ১০ শতাংশ অথবা কমপক্ষে এক হাজার টাকা ও প্রতি খেলাপি দিবসের জন্য ৫০ টাকা- এ দুটির মধ্যে যেটি বেশি, সেই অঙ্ক জরিমানা আরোপ করতে পারবেন উপ-কর কমিশনার। এ জরিমানা অবশ্য পাঁচ হাজার টাকার বেশি হবে না।

যে যে সেবা পেতে টিআইএন বাধ্যতামূলক

গত অর্থবছরের বাজেটে সরকারি ৩৮টি সেবা পেতে হলে আয়কর রিটার্ন দেওয়ার প্রাপ্তিস্বীকার পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়।

  • পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র বা পোস্টাল সেভিংস কিনতে হলে;

  • ব্যাংক থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নেওয়ার আবেদন করলে;

  • ব্যাংক জমার সুদ আয় থেকে উৎস কর কর্তনে টিআইএন সনদ থাকলে ১০ শতাংশ কাটা হয়ে থাকে। না থাকলে ১৫ শতাংশ কাটা হয়। এখন থেকে টিআইএনের পরিবর্ততে রিটার্ন জমার প্রমাণপত্র জমা দিতে হবে;

  • সিটি করপোরেশন, জেলা সদরের পৌর এলাকা অথবা ক্যান্টনমেন্ট এলাকায় ১০ লাখ টাকা বেশি মূল্যের জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রি, বিক্রি, দলিল হস্তান্তর, পাওয়ার অব অ্যাটর্নি দিতে হলে;

  • যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রেডিট কার্ড নিতে হলে;

  • গাড়ি ক্রয়, মালিকানা পরিবর্তন: দুই বা তিন চাকা ছাড়া যেকোনো মোটরগাড়ি নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন করতে;

  • সিটি করপোরেশন বা জেলা সদর, পৌরসভায় সন্তান বা পোষ্যদের আন্তর্জাতিক পাঠ্যক্রমের আওতায় ইংরেজি মাধ্যম স্কুল বা জাতীয় পাঠ্যক্রমের আওতায় ইংরেজি ভার্সনে ভর্তি করাতে হলে;

  • দেশের যেকোনো স্থানে বাণিজ্যিক বা শিল্প কারখানায় গ্যাসের সংযোগ নিতে হলে এবং সিটি করপোরেশন এলাকায় বাসা বাড়ির গ্যাসের সংযোগ নিতে বা আগের সংযোগ বজায় রাখতে হলে;

  • সিটি করপোরেশন বা সেনানিবাস এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ নিতে হলে;

  • জমি বা বাড়ি ভাড়া দিয়ে অনেকে আয় করে থাকেন। আয় যাই হোক না কেন, এই ধরনের আয়ের ক্ষেত্রে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে।

  • সরকার বা সরকারি কোন সংস্থা, করপোরেশন থেকে বেতন হিসাবে মূল বেতন ১৬ হাজার টাকা বা বেশি হলে;

  • বেসরকারি প্রতিষ্ঠান থেকে বেতন নেওয়ার সময়;

  • শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি অংশ বা এমপিওভুক্ত শিক্ষকদের আয় মাসে ১৬ হাজার টাকার বেশি হলে;

  • ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী শহরে ভবন নির্মাণের অনুমোদন চাইলে;

  • জাতীয় সংসদ, সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলায় কোন নির্বাচনে প্রার্থী হতে হলে;

  • পেনশন ফান্ড, অনুমোদিত গ্র্যাচুইটি ফান্ড, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, অনুমোদিত সুপারএন্যুয়েশন ফান্ড এবং শ্রমিক অংশগ্রহণ তহবিল ছাড়া অন্যান্য ফান্ডের ক্ষেত্রে;

  • সিটি করপোরেশন বা পৌর এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে হলে;

  • ডিজিটাল প্লাটফর্মে কোন পণ্য বা সেবা বিক্রি করতে হলে;

  • মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা ইলেকট্রনিক উপায়ে অর্থ হস্তান্তরে কমিশন, ফি জাতীয় অর্থ পেতে;

  • সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় কোনো সমিতি বা ক্লাব গঠিত হলে বা এ ধরনের ক্লাবের সদস্য হলে;

  • ডাক্তার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি ইত্যাদি পেশাজীবী সংগঠনের সদস্য হলে বা সদস্য হতে চাইলে;

  • পরামর্শক, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, জনবল বা নিরাপত্তা সেবা দিয়ে অর্থ গ্রহণ করতে;

  • বিবাহ নিবন্ধক বা কাজী হিসাবে লাইসেন্স পেতে চাইলে;

  • আমদানি-রপ্তানির সনদ পেতে চাইলে;

  • আমদানির এলসি খুলতে চাইলে;

  • কোম্পানি পরিচালক বা শেয়ারহোল্ডার পদ পেতে হলে;

  • ব্যবসা বা বাণিজ্য সংগঠনের বা সমিতির সদস্যপদ গ্রহণ;

  • বীমা কোম্পানির এজেন্ট হিসাবে তালিকাভুক্তি বা নবায়ন করতে হলে;

  • বীমা বা সার্ভেয়ার হিসাবে নিবন্ধন নিতে হলে;

  • অস্ত্রের লাইসেন্স নেয়ার আবেদন করলে;

  • ওষুধ ব্যবসার জন্য ড্রাগ লাইসেন্স থাকলে বা করাতে চাইলে অগ্নি-নিরাপত্তা লাইসেন্স;

  • পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স পেতে চাইলে;

  • লঞ্চ, স্টিমার, ট্রলার, কার্গো, বার্জ ইত্যাদি নৌযানের সার্ভে সার্টিফিকেটের জন্য;

  • ইটভাটার অনুমোদন নিতে হলে পরিবহন সেবার ব্যবসা করলে;

  • কোনো কোম্পানির ডিস্ট্রিবিউটর বা এজেন্টশিপ চাইলে;

  • পণ্য সরবরাহের ঠিকাদারি কাজে টেন্ডার জমা দিতে হলে আয়কর রিটার্ন জমার প্রমাণ দিতে হবে;

  • এনজিও বা ক্ষুদ্রঋণ সংস্থার জন্য বিদেশি অনুদানের ছাড় দেয়ার ক্ষেত্রে।

আরও পড়ুন:

Also Read: রিটার্ন দিলেই ২০০০ টাকা কর কেন, ব্যাখ্যা দিলেন এনবিআর চেয়ারম্যান

Also Read: রিটার্ন দাখিলে দিতে হবে অন্তত ২০০০ টাকা, প্রস্তাব অর্থমন্ত্রীর

Also Read: বাজেট ‘সময়োপযোগী হয়নি’, দুই হাজার টাকা ন্যূনতম কর ‘অযৌক্তিক’: সিপিডি

Also Read: সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত, প্রস্তাব বাজেটে

Also Read: আয়কর রিটার্ন দেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে যেসব কাজে

Also Read: আয়কর রিটার্ন দাখিলের আগে অবশ্যই ৫টি বিষয় নিশ্চিত হয়ে নিন

Also Read: ট্যাক্স রিটার্ন ২০২২: জেনে নিন পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন