সম্মেলনে বাংলাদশসহ বিশ্বের বিভিন্ন দেশের ৫৭ জন পরিবশক অংশ নেন।
Published : 04 Jan 2025, 03:32 PM
গৃহস্থালি পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের আন্তর্জাতিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি মিশরের আলেকজান্দ্রিয়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হয় বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।
সম্মেলন উদ্বোধন করেন ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তৌকিরুল ইসলাম।
সম্মেলনে বাংলাদশসহ বিশ্বের বিভিন্ন দেশের ৫৭ জন পরিবশক অংশ নেন। পরে তারা মিশরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
সম্মেলনে তৌকিরুল ইসলাম বলেন, “বিশ্বের ৭০টি দেশে ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের পণ্য নিয়মিত রপ্তানি হয়। প্রতি বছর রপ্তানির পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। আর এ রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমাদের পরিবেশকরা।
“নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য তৈরির মাধ্যমে দেশীয় বাজারের চাহিদা মিটিয়ে বিশ্ব দরবারে আরএফএলকে গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য”।
ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) তাপস চন্দ্র, বাজারজাতকরণ প্রধান মো. ইসফাকুল হক এসময় উপস্থিত ছিলেন।