শিক্ষার্থীরা কোনো খরচ ছাড়াই দেশের যেকোনো এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করতে পারছেন।
Published : 11 Jun 2023, 09:48 PM
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ থেকে স্নাতক (পাস) এবং সমমান পর্যায়ের অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণের বড় অংশ যাচ্ছে বিকাশ এর মাধ্যমে।
এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় ৩৩ লাখ এবং স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রায় ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ তাদের বিকাশ অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে বলে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানিটি।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি, টিউশন ফি ও পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, এসব শিক্ষার্থী ও অভিভাবকরা উপবৃত্তি গ্রহণ করার মাধ্যম হিসেবে তাদের বিকাশ অ্যাকাউন্টকে বেছে নিয়েছেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান হতে অ্যাকাউন্টগুলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে এন্ট্রি করা হয়। পরে জিটুপি পদ্ধতিতে শিক্ষার্থী বা অভিভাবকদের বিকাশ অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ প্রেরণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা কোনো খরচ ছাড়াই সারাদেশের যেকোনো এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করতে পারছেন।