Published : 28 Dec 2022, 07:14 PM
বিএসআরএম স্টিলস লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির চেয়ারম্যান আলী হোসেন আকবর আলীর সভাপতিত্বে বুধবার অনলাইনে এ সভা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএসআরএম।
সভায় কোম্পানির ২০২১-২২ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং পরিচালকমণ্ডলীর প্রতিবেদন অনুমোদন করা হয়।
এছাড়া শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০২২-২৩ অর্থ বছরের জন্য কোম্পানির পরিচালক ও নিরীক্ষক নিয়োগ অনুমোদন করেন।
সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসেন পরিচালকমণ্ডলীর বিবরণী উপস্থাপন করে শেয়ারহোল্ডারদের কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।